1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

অন্তর্বতীকালীন সরকারকে গণ আজাদী লীগের অভিনন্দন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে ও অন্তর্বতীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ গণ আজাদী লীগ ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় পার্টির জরুরি সভা বাংলাদেশ গণ আজাদী লীগের কার্যনির্বাহী সভাপতি সৈয়দ রশিদুল আলম তর্কবাগীশ এর সভাপতিত্বে ও মহাসচিব আলহাজ্ব মোঃ আকবর হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মোঃ হাবিবুর রহমান খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী ও প্রেসিডিয়াম সদস্য
এ্যাডভকেট মোঃ লতিফুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আবদুল হাই সবুজ, যুগ্ম মহাসচিবলায়ন মোঃ জহিরুল ইসলাম মিন্টু , কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ তোজুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি রিক্তার হোসেন, শেখ রিয়াজুল ইসলাম রিয়াদ, মোঃ এনাম হোসেন, আশরাফুর রহমান ফরহাদ চৌধুরী প্রমুখ।
জরুরী সভায় নেতৃবৃন্দ বলেন স্বৈরাচারী সরকারের পদত্যাগে কর্তৃত্ববাদী শাসন অবসানের মধ্য দিয়ে সব ধরনের বৈষম্যের নিরসন হয়েছে। পাশাপাশি দেশে উদার-গনতন্ত্র, সুশাসন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ উন্মোচিত হলো।
নেতৃবৃন্দ আশা ব্যক্ত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ফডল অন্তর্বতী কালীন সরকার আন্তধর্মীয় সম্প্রীতি বজায় রেখে, দুর্নীতির মুলোৎপাটন করে, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ইতিহাস নির্ধারিত ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরো বলেন ছাত্র–জনতার অভ্যুত্থানের বিজয়ের সুযোগে পরাজিত কুচক্রী শক্তি সারা দেশে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। বিচক্ষণতার সাথে শক্তহাতে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। নেতৃবৃন্দ বলেন হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার দেশে উদারগণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সর্বব্যাপী সংস্কার ও রাস্ট্র মেরামতের প্রক্রিয়ার বাংলাদেশ গণ আজাদী লীগ ও সারাদেশের নেতৃবৃন্দ সর্বশক্তি নিয়ে পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝