মোঃ লতিফুল ইসলাম (ফুল)
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত জুন মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ডালিম সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা আফছার আলী।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) সাইফুল হুদা, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আবু সৈয়দ হোসেন, ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল করিম রাবিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা মোতালেব, বোচাগঞ্জ থানার প্রতিনিধি এস আই রাজা, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহান,ওয়াক্কাস আলী কাঞ্চন, হাবিবুর রহমান হাবু, মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাংবাদিক সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বিজিবি কর্মকর্তা, প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌরসভা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন মাদক, চুরি, ছিন্তাই,গরু চুরি,সহ এলাকার আইন শৃঙ্খলা বিষয়ে গরুতপুর্ন আলোচনা করা হয়।