স্টাফ রিপোর্টার।
(০১) অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় আজমিরীগঞ্জ মুক্তিযুদ্ধআ ভবন কমপ্লেক্স এর হলরুমে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে ব্র্যাক সিড ডিলার-রিটেইলার কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে করেন মাওলানা জহিরুল ইসলাম ।
সকল ব্র্যাক সিড ব্যবসায়ী ও ডিলারদের সমন্বয়ে অনুষ্ঠিত দিনব্যাপী ব্র্যাক সিড এর কর্মশালায়
প্রধান অতিথিতে হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রডাক্ট
ম্যানাজার কৃষিবিদ জনাব মোঃ হাবিবুর রহমান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের আর এস এম জনাব মোঃ আনিসুর রহমান, আরও উপস্থিত ছিলেন টিএস ও ধীরাজ কুমার দাস ।
উক্ত কর্মশালায় সভাপতিত্বে করেন আজমিরীগঞ্জে বাজারে সার,কীটনাশক, বীজ ডিলার বিশিষ্ট ব্যবসায়ী মো সেইকুল ইসলাম।
দিনব্যাপী ১শত জন বীজ ব্যবসায়ী ও বীজ ডিলারদের নিয়ে কর্মশালায় ব্র্যাক সিড আর এস এম জনাব -মোঃ আনিসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন ব ডিলারদের পক্ষ থেকে বক্তব্য সভাপতি জনাব সেইকুল ইসলাম