1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

আশুলিয়ার ডিইপিজেডের সামনে চাকরি প্রত্যাশী পুরুষদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃমনির মন্ডল,সাভারঃ তৈরি পোশাক কারখানায় নারীর পাশাপাশি সমানুপাতিক হারে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ডিইপিজেডের সামনে বিক্ষোভ করেছেন যুবকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রী ও পরিবহন চালকরা ভোগান্তির মধ্যে পড়েন।

সোমবার সকাল থেকে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন শতাধিক চাকরি প্রত্যাশী। এ সময় তারা ডিইপিজেডের নির্বাহী পরিচালক আহসান কবীরের পদত্যাগও দাবি করেন।

এদিকে বিক্ষোভের মুখে ডিইপিজেডের পুরাতন জোনের অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ দুপুর ১২টার দিকে সাধারণ ছুটি ঘোষণা করেন বলে জানিয়েছেন কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা বলেন, ডিইপিজেডের ভেতরের কারখানাগুলোতে এখন আর পুরুষ শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে না। কারখানাগুলোতে নারীরাই চাকরি পাচ্ছেন। পুরনো পুরুষ শ্রমিক যারা বিভিন্ন সময়ে চাকরি হারিয়েছেন তারা চাকরি পাচ্ছেন না। সেকারণে তারা নারীদের পাশাপাশি সমান হারে পুরুষদের চাকরির দাবি করছেন।

তাদের দাবি, ১৮ থেকে ৪৫ বছরের সবাইকে যোগ্যতা অনুসারে চাকরি দিতে হবে। দরকার হলে তাদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়া হোক।

চাকরি প্রত্যাশী এক যুবক বলেন, “আমরা চাই নারী-পুরুষ সবাইকে কাজের সুযোগ দেওয়া হোক। ছেলে-মেয়ের সমান সমান চাকরি দেওয়া হোক, আমরা এটাই চাই।”

শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, এ নিয়ে টানা চতুর্থ দিনের মত আন্দোলন করছেন চাকরি প্রত্যাশী এসব শ্রমিক। তাদের দাবিগুলোর মধ্যে ডিইপিজেডের নির্বাহী পরিচালকের পদত্যাগসহ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগের বিষয়টিও রয়েছে। এ ছাড়া আরও কিছু দাবি তাদের রয়েছে।

এবিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। আজও একই দাবিতে তারা আন্দোলন করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করলে তারা সড়ক থেকে চলে যান।”

এ বিষয়ে জানতে ডিইপিজেডের নির্বাহী পরিচালক আহসান কবীরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝