1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

আ.লীগ সরকারের পতনের সূচনা হবে লক্ষ্মীপুর থেকে: আউয়াল মিন্টু

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ নুর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলছেন, লক্ষ্মীপুর থেকে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারের পতন করা হবে। কারণ আওয়ামী লীগ সরকারের বিশাল একটি অবদান এ লক্ষ্মীপুর থেকে হয়েছে। তেমনিভাবে আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হবে এ লক্ষ্মীপুর থেকে।

বুধবার (৩ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরে বিএনপি নেতা এ্যানীর বাসভবন প্রাঙ্গণে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি অংশ হিসেবে দলটিরচেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিন্টু এ কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির সঙ্গে অন্তরঙ্গ ভাবে জড়িত রয়েছে এদেশের মানুষের অধিকার। বেগম জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি জড়িত। ভোটার অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের অধিকারসহ সকল অধিকার প্রতিষ্ঠা করতে হলে বেগম জিয়ার মুক্তির প্রয়োজন।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মিন্টু আরও বলেন, তৎকালীন সময় যখন আওয়ামী লীগ সরকার মন্ত্রী পরিষদ গঠন করতে ব্যর্থ হয়েছে। তখনকার সময় রামগতি থেকে জাসদের এমপি নির্বাচিত হয়েছেন আ.স.ম আব্দুর রব। তখন ওনাকে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দিয়ে আওয়ামী লীগে সরকার গঠন করা হয়। তাই লক্ষ্মীপুর থেকে বর্তমান সরকার পতনের আন্দোলন শুরু করতে হবে ঐক্যবদ্ধ হয়ে।

আয়োজিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন।

আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোট হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা রেজাউল করিম লিটনসহ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝