রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর অন্তত ২০ জন ভর্তি রোগী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার পর হাসপাতালের ৭ নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
রোগীর কয়েকজন স্বজন জানান, রাতে ওয়ার্ডে কর্তব্যরত নার্স রোগীদের ওষুধ ও ইনজেকশন দেন, এর কিছুক্ষণ পরই একে একে রোগীরা শ্বাসকষ্ট, বমি ও জ্বরে আক্রান্ত হতে থাকে। এ সময় আতংকিত হয়ে পড়েন তাঁরা। এ সময় বিষয়টি দায়িত্বরত নার্সদের জানানো হলেও তারা কোনো সাড়া দেননি বলে অভিযোগ রোগীর স্বজনদের।
এর পর স্বজনেরা দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান রোগীদের। খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অসুস্থ তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ইনজেকশনের পর রোগীদের অসুস্থ হয়ে পড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘ইনজেকশনে নয়, একজন রোগীর মৃত্যু দেখে ১০/১২ জন রোগী অসুস্থ হয়ে পড়েন।’
এদিকে যে নার্সের বিরুদ্ধে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ছাড়া কী ইনজেকশন দেওয়া হয়েছিল এর সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।