1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

ইলিশের বাড়ি চাঁদপুর নয়! ইলিশের বাড়ি ভোলা  মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

 

মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি

ভোলায় জেলেদের নিয়ে মা ইলিশ সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন মৎস্য ও প্রানী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার। রোজ মঙ্গলবার (২২ অক্টোবর) জেলা প্রশাসন ও মৎস্যবিভাগ কর্তৃক আয়োজিত  সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের মা ইলিশ সংরক্ষণ  নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রানী সম্পদ উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা। এ নিয়ে কোন বিতর্ক নেই। এখন থেকে ইলিশের বাড়ি ভোলা। তিনি বলেন, বাইরের জেলেদের অধিকার নেই বাংলাদেশের জলসীমায় মাছ ধরার। তাদের বিতারিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। একই সাথে জেলেদের সুরক্ষায়  দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্পসুদের ঋনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মা ইলিশ রক্ষায় আইন অমান্য কারিদের আইনের আওতায় আনার কথাও  জানিয়েছেন উপদেষ্টা।  ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্ট বলেন, যে জেলায়  ইলিশ উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না।

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহা পরিচালক মোঃ জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হাসান। বক্তব্য রাখেন, ভোলার পুলিশ সুপার শরীফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। এছাড়াও জেলে ও মৎস্যজীবি সমিতির সভাপতি এরশাদ ফরাজি এবং বশির তাদের সমস্যার কথা তুণে ধরেন। অনুষ্ঠানে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৬শতাধিক জেলে অংশগ্রহন করেন, ওই সময় উপস্থিত ছিলেন স্থানীয়  সাংবাদিক নেতৃবৃন্দ!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝