1. info@www.crimenews24.tv : Crime News 24 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

উলিপুরে ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে ১০০+ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার দামার হাট চরে ‘জুলাই বিপ্লব’-এর স্মরণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম।
রবিবার, ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পটি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। এতে ১০০ জনেরও বেশি দরিদ্র, দুঃখী ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবায় অংশ নেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যারা রোগীদের সাধারণ শারীরিক সমস্যা বিষয়ে পরামর্শ দেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুনুর রশিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের উন্নয়নে এ ধরনের কাজ অনুকরণীয়,“সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের শ্রদ্ধা হোক শহীদদের স্মৃতিতে, আর ভালোবাসা হোক অসহায় মানুষের সেবায়।”
স্থানীয়দের মধ্যে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝