উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমি দখলের অভিযোগ করেছেন গোড়াই শ্যামপুর মৌজার বাসিন্দা আসাদুল ইসলাম। এ ঘটনায় তিনি গত ১ অক্টোবর উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পৈতৃক জমি (খতিয়ান নং–২৬১৫, দাগ নং–৫৯০৮) নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল। জমির খাজনা, খারিজসহ সব কাগজপত্র তাদের নামে থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা প্রায়ই ওই জমি দখলের হুমকি দিয়ে আসছিল।
অভিযোগে আরও বলা হয়, গত ১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে বিবাদীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে গাছ রোপণ শুরু করে। এসময় আসাদুল ইসলাম ও তার স্বজনরা বাধা দিলে তাদের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রতিপক্ষরা হুমকি দেয়, ভবিষ্যতে বাধা দিলে মারধরসহ খুনজখমের ঘটনা ঘটাবে।
অভিযোগে স্থানীয় তিনজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”