মোঃ শাহাজাহান খন্দকার, উলিপুর প্রতিনিধি
উলিপুর উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী'র উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম (শরিফ) এর বদিল উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৭-০৪-২০২৫ ইং রোজ রবিবার দুপুর দুই ঘটিকায় উলিপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক শরিফুল ইসলামের বদলী উপলক্ষে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষিকা কাজী তাহেরা, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দ্বিতীয় কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার কমান্ডার ও দলনেতা দলনেত্রী সহ আনসার সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
উলিপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক শরিফুল ইসলাম কে পঞ্চগড় সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হিসেবে বদলি করেছে কর্তৃপক্ষ।