(তেঁতুলিয়া)পঞ্চগড় প্রতিনিধি: মেহেদী হাসান মিরাজ।
নববর্ষের প্রথম ও দ্বিতীয় দিনে দুই বাংলার মানুষ মিলিত হয় বাংলাদেশ এবং -ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ায় সুখ-দুঃখের গল্পের সঙ্গে সামান্য কিছু উপহারে উপভোগ করেন ।
বিগত কয়েক বছর যাবত , কাঁটাতারের মিলন মেলায় অংশগ্রহণ করতে পারছেন না পঞ্চগড়সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা ।
করোনার পর থেকে ২০১৯ সাল থেকে বন্ধ রাখা হয় বাংলাদেশ- ভারত কাঁটাতারের দুই দেশের এই মিলন মেলা সেই থেকে, সপ্তমবারের মতো এবারো হচ্ছে না, ভারত - বাংলাদেশের কাঁটাতারের মিলনমেলা।
ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় বসছে না বলে । বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়, ১৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।
সেই সাথে ভিন্ন এই আয়োজন বন্ধ থাকায় সীমান্তের কাছে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছেন এই কর্মকর্তা।