1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

কক্সবাজার ঈদগড় কোদালিয়াকাটা এলাকার র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ দুই কারবারী  আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারে সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের মত অপরাধ সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে নিয়মিতই। ফলে আতঙ্কগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। এ সকল সশস্ত্র সন্ত্রাসীদের কারা এসব অস্ত্রের যোগান দিয়ে থাকে, তা নিরূপণ ও অস্ত্রধারীদের তৎপরতা নির্মূলের লক্ষ্যে র‌্যাব-১৫ এর অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে গত ২৭ এপ্রিল ২০২৪ তারিখ রাত অনুমান ০১.৪০ ঘটিকার সময় কক্সবাজারের রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকার রাস্তার মাথায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বর্ণিত এলাকার ঈদগড়-বাইসারি সড়কের উপর র‌্যাবের আভিযানিক দল পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে দুইজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয় নাম ঠিকানা প্রকাশসহ তাদের হেফাজতে দেশীয় তৈরী অস্ত্র থাকায় তারা কৌশলে পালানোর চেষ্টা করে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ০১টি দেশীয় তৈরী এলজি, ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১টি স্মার্ট ফোন ও ০১টি বাটন ফোন (০২টি সীমসহ) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিস্তারিত পরিচয়- রুস্তম আলী (৩৯) এবং শওকত আলী (২২), উভয় পিতা-মোহাম্মদ হোছন, মাতা-এলুমুন নাহার, সাং-বৈদ্যর পাড়া, ৯নং ওয়ার্ড, ঈদগড় ইউনিয়ন, থানা-রামু, জেলা-কক্সবাজারদ্বয় বলে জানা যায়। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে অস্ত্র কারবারী বলে স্বীকার করে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে বলে জানায়। এছাড়াও তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী হতে সংগ্রহ করে বিভিন্ন দুস্কৃতিকারীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত অস্ত্র কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝