1. info@www.crimenews24.tv : Crime News 24 :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের ঘটনায় ১০জন নিহত  উদ্ধার অভিযানে কাজ করছে র‍্যাব পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বৃষ্টির কারনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধ্বসে রোহিঙ্গা ও স্থানীয়সহ ১০জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলমান রয়েছে। নিখোঁজ আরো দুজনকে উদ্ধারের কাজ করছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

১৮ জুন মঙ্গলবার রাত ০৯ টা থেকে শুরু হওয়া বিরতিহীন  ভারী বৃষ্টি পাত  ১৯ জুন (বুধবার) ভোররাতে উখিয়া এবং থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন পালংখালি ইউপি চেয়ারম্যান এমএ গফুর উদ্দিন চৌধুরী।

তিনি জানান,গতরাত থেকে টানা ভারী বৃষ্টির কারনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ থাইংখালিতে পাহাড় ধ্বসের ঘটনায় রোহিঙ্গা ও স্থানীয়সহ ১০  জন নিহত হয়েছেন।এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন পুলিশ  বাংলাদেশ রেডক্রিসেন্ট  সোসাইটি এমআরআও টীম,ও  কক্সবাজার হোয়াইক্যং  সিপিসি-২ ক্যাম্পের র‍্যাব-১৫ এর র‍্যাব সদস্যরা সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে আসছেন।পরে নিহতদের উদ্ধার করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এর মধ্যেই আরও দু’জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে র‍্যাব সদস্যরাসহ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

কক্সবাজার র‍্যাব-১৫ হোয়াইক্যং (সিপিসি-২) র‍্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান,ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের ঘটনার খবর পেয়ে আমি সহ হোয়াইক্যং র‍্যাব ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ গ্রহন করি। এপর্যন্ত ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানায় তারা।এছাড়াও আরো কয়েক টি রোহিঙ্গা  ক্যাম্পে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।এসব ক্যাম্পগুলোতেও উদ্ধার অভিযানের পাশাপশি
পাশাপাশি ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে তারা।
এখনো র‍্যাবের টিম ক্যাম্পে কাজ করছেন এবং ঝুঁকি পূর্ন এলাকার লোক জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলমান রয়েছে বলে জানান রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( আরআরআরসি)ও অতিরিক্ত সচিব মুহাম্মদ মিজানুর রহমান###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝