1. info@www.crimenews24.tv : Crime News 24 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জলমহালে বিষ প্রয়োগ,ক্ষতি প্রায় আড়াই কোটি টাকা।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নিকলী উপজেলায় একটি সরকারি জলমহালে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় আড়াই কোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াজান জলমহালে এই ঘটনা ঘটে। জলমহালের পাহারাদার হারুন মিয়া বলেন বুধবার ফজর আযানের আগে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে তখন আমি মালিক পক্ষ কে খবর দেই।
জলমহালের অংশীদার খোকন মিয়া দৈনিক ঘোষণা জানান,’ফজরের সময় জলমহালের দুই পাহারাদার ফোন করে জানায় সব মাছ মরে পানিতে ভেসে উঠছে। আমরা মালিকপক্ষ গিয়ে দেখি সব মাছ ভেসে পানি সাদা হয়ে গেছে, পানির উপরে শুধু মাছ আর মাছ।হাজার হাজার এলাকাবাসী যে যেমন পেরেছে মাছ ধরে নিয়ে গেছে।
তাদের আরেক অংশীদার জাফর র্মিয়া বলেন আমাদের এক প্রতিপক্ষ 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে চাঁদা না দিলে মাছ মেরে ফেলার হুমকি দিয়েছে আমার মনে হয় এই জঘন্য কাজটি তারাই করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইজারা পরিচালক ও সমিতির সাধারণ সম্পাদক বিজয় বর্মণ বলেন, ‘ছনকান্দা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লিটন বর্মণের নামে জলমহালটি আমরা ভূমি মন্ত্রণালয় হতে ৬ বছরের জন্য লিজ আনি। জলমহালটির আয়তন প্রায় সাড়ে সাত কিলোমিটার। প্রথম চার বছর এর বার্ষিক ইজারা মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। ভ্যাটসহ প্রথম বছরের ইজারা মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা পরিশোধ করে আমরা মাছ চাষে নামি। জলমহালে রুই, কাতলা, মৃগেল, বোয়াল, কাপ,ও আইল মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম। গাছের ডালপালা, বাঁশ দিয়ে মাছের জন্য অভয়াশ্রম তৈরি করেছি। সব মিলিয়ে এবার আমাদের প্রায় ৮৫ লাখ টাকা খরচ হয়। ফাল্গুনের শেষের দিকে মাছগুলো বিক্রি করতাম এবং আমাদের ধার দেয়না মিটাতাম, বিষ প্রয়োগের কারণে সব মাছ মরে ভেসে উঠেছে। নিকলী থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি। এই বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ উদ্দিন দৈনিক ঘোষণা জানিয়েছেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝