রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম উলিপুরে মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বে আরো গুরুত্ব বাড়াতে এ সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৭ জুলাই দুপুরে উপজেলার মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় আহ্বায়ক কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার শাহা,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপা রানী রায়,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,মোঃ সিদ্দিকুর রহমান বাবু,মোঃ সহিদুর রহমান প্রমুখ।
বক্তব্য বক্তারা বলেন, প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব সম্পন্ন না হলে সে প্রতিষ্ঠান যেমন ভালো কিছু দিতে পারে না তেমনি অভিভাবকগণ সচেতন না হলে সন্তানরাও ভালো কিছু অর্জন করতে পারে না।তাই নিজ নিজ প্রচেষ্ঠা থেকে সবাইকে সন্তান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আরো সচেতন হওয়া অত্যান্ত জরুরি বলে জানান বক্তারা।