1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

 

বাদশা আলমগীর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

সোমবার দুপুর ২ ঘটিকার দিকে ভূরুঙ্গামারী উপজেলার ১নং পাথরডুবী ইউনিয়নের পাথরডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে।

ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ স্থানীয় ব্যক্তি বর্গ। হেনস্থার শিকার ওই ছাত্রীর পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

অভিযুক্ত শিক্ষকের নাম মোফাজ্জল হোসেন রোকন। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছেন। এ ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) দুপুরে অভিভাবক শিক্ষার্থীরা এবং স্থানীয় জনতা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যালয়ের ফাকা ক্লাসরুমে ওই শিক্ষার্থীকে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক,এ সময় তিনি কৌশলে ওই শিক্ষার্থীর শরীরে স্পর্শ এবং যৌন হয়রানির চেষ্টাও করেন।শিক্ষকের ঐ আচরণ দেখে ভয়ে ভুক্তভোগী ছাত্রী কান্নাকাটি করলে তার সহপাঠীরা এগিয়ে আসলে সে বিষটি জানায় ও তাৎক্ষণিক স্কুল থেকে চলে যায়। বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরদিন মঙ্গলবার অন্য শিক্ষার্থীসহ এলাকাবাসীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়।

এরপর বুধবার দুপুরে শিক্ষার্থীর অভিভাবকসহ স্থানীয়রা প্রধান শিক্ষকের কাছে বিচারের দাবি জানায়।

ঘটনা শুনে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বিদ্যালয়ে এসে বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকশ অভিভাবক তাকে স্কুলের প্রধান শিক্ষকের রুমে অবরুদ্ধ করে রাখে এবং বিক্ষোভ শুরু করেন।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার বিষয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী জেমি, মারজানা, রিয়াদ, ইমরান বলেন, ওই ছাত্রী কান্না করতে করতে ক্লাশরুম থেকে বের হয়ে আমাদের জানান রোকন স্যার তাকে জোরপূর্বক কিস করেছে ও গায়ে হাত দিয়েছে এবং ঘটনাটি কাউকে না বলতে একশ টাকা দেয়ার চেষ্টাও করেছে।

ছাত্রীর পরিবারের সদস্য শাহাদত ও জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত শিক্ষকের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
একই এলাকার তমছের, আব্দুস ছালাম, শামিম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। ফের তার বিরুদ্ধে একই অভিযোগ। এ ঘটনা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত শিক্ষক মোফাজ্জল হোসেন রোকনের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা অফিসার তদন্তে এসেছেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহন করবেন এটা আমি চাই।

উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে ঘটনার সত্যতা আছে। পূর্নাঙ্গ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝