1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ২১ মে ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় কাভার্ডভ্যান ভর্তি ৩০১ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৮ কেজি গাঁজাসহ আটক-২

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর আমতলি এলাকায় র‍্যাবের অভিযানে কাভার্ডভ‍্যান থেকে ৩০১ বোতল ফেনসিডিল ও সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি কভার্ডভ‍্যান জব্দ করেছে র‍্যাব।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার সদর উপজেলার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামীরা হলো মোঃ সোহেল (২৬) লক্ষীপুর জেলার রামগতি থানার চরমেহার গ্রামের আব্দুল মমিন এর ছেলে এবং মোঃ আমির হোসেন (৩১) নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর গ্রামের মোঃ রমজান আলী এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ‍্যানে তল্লাশি চালিয়ে মোঃ সোহেল ও মোঃ আমির হোসেন নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় আসামীদ্বয়ের হেফাজত হতে সাড়ে ৮ কেজি গাঁজা, ৩০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামিগণ দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝