এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহসিনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টায় নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা মহসিন আলম খাঁন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি নগরীর ইপিজেড গেইটে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহসিন আলম খাঁনকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মহসিন আলমকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বলে তিনি জানান। কারাগারে পাঠানো হবে।