কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লা চান্দিনা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মহাসড়কের পাশে পড়ে প্রাইভেটকারে থাকা ৩ আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। এসময় গাড়িতে থাকা অপর তিন যাত্রী আহত হন।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে কুমিল্লা চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাখাওয়াত হোসেন, মোঃ আবু তাহের, মোহাম্মদ মোজাম্মেল হোসেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,
ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় পৌছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে মহাসড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা ৩ জন আরোহী নিহত হন। এঘটনায় প্রাইভেটকারে থাকা আরো ৩ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রকিয়া শেষ করে নিহতদের মরদেহ আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।