এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদরের সীমান্তবর্তী এলাকা নিশ্চিন্তপুর দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি-৬০ ব্যাটালিয়নের বড়জ্বালা ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১১ অক্টোবর) জেলার সদর উপজেলার পাচথুঁবী নিশ্চিতপুর এলাকায় ভারতীয় সীমান্ত থেকে তাদেরকে আটক করে ৬০ বিজিবি বড়জ্বালা ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- মোসা: শিল্পী আক্তার (৩৩) কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ঘাড়ুচো গ্রামের স্বপন ইসলামের স্ত্রী এবং সুলতানা আক্তার (২০) একই এলাকার শফিক আলমের স্ত্রী। আটককৃতরা কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় সংলগ্ন ঝাউতলা এলাকায় থাকতেন।
শনিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পেরেছে, মানব পাচার ও চোরাকারবারী চক্রের সদস্য ভারতের সিপাহীজলা জেলার সোনামুড়া থানার ইউএনসি নগর গ্রামের মো: আব্দুল জলিল ও নাছির মিয়ার মাধ্যমে পাচার হওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে ওই দুই নারী অনুপ্রবেশের চেষ্টা করে
শুক্রবার সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহল দল তাদের আটক করে। সীমান্ত পিলার ২০৭৮/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর এলাকায় তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।