এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা নগরীর কাপ্তানবাজার বুড়িচংয়ের ময়নামতি এলাকায় র্যাবের পৃথক দুটি অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
রবিবার (২০ অক্টোবর) কুমিল্লা জেলার বুড়িচং থানার ময়নামতি ও কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো স্বপন বিশ্বাস (৩৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাদুগর গ্রামের কালিপদ বিশ্বাসের পুত্র এবং বেল্লাল হোসেন (৪৫) একই জেলার কসবা থানার আকাপপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র, মো: সোলেমান আহমেদ (২০) কুমিল্লা জেলার বুড়িচং থানার খারেরা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র এবং আবু সায়েম (২১) একই এলাকার শরিফুল ইসলামের পুত্র।
রাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে র্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ স্বপন বিশ্বাস ও বেল্লাল হোসেনকে আটক করা হয়।র্যাব এর পৃথক অন্য এক অভিযানে কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ সোলেমান আহমেদ ও আবু সায়েম নামে দুইজনকে আটক করে । এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন উপজেলার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরামুল্যে সরবরাহ করে আসছে। এছাড়া সোলেমান ও আবু সায়েম মাদক ব্যবসার কাজে সিএনজি ব্যবহার করতো বলে জানিয়েছে অর্থাৎ মাদক পরিবহনের কাজে আটক সিএনজিটি ব্যবহার করে আসছে। র্যাব আরো জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান জানান, র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।