1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

কুমিল্লার নতুন পুলিশ সুপার হলেন মোহাম্মদ নাজির আহমেদ খান।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন মোহাম্মদ নাজির আহমেদ খান। ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১-শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

মোহাম্মদ নাজির আহমেদ খান বর্তমানে গাজীপুর মেট্রোপলিটনের ডিসি হিসেবে কর্মরত আছেন। তার নিজ জেলা ফরিদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যায় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ২৭তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সৎ, মেধাবী ও কর্তব্যপরায়ণ এবং মানবিক গুণাবলী সম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে তার সুনাম রয়েছে। তিনি গাজিপুর মেট্রোপলিটনের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে কাজ করেছেন।

ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত না থাকায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই দক্ষতা থাকা সত্ত্বেও তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে অন্যত্র বদলি করা হয়।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যোগদানের পর থেকেই তিনি বৈষম্যের শিকার হন। জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি থেকে বদলি করে গাজীপুর মহানগর সদর দপ্তরের সংযুক্ত করা হয়।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজির আহমেদ খান চাকুরী জীবনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলছেন। তবে শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকার কারনে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম ও পিপিএম পদক থেকে বঞ্চিত হন।

মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, দেশ ও দেশের মানুষের সেবার জন্যই বাংলাদেশ পুলিশে যোগদান করি। চাকরির শুরু থেকে এখন পর্যন্ত দেশ মাতৃকার সেবায় নিয়োজিত আছি। ভবিষতেও পোষাকের মর্যাদা রক্ষা করে দেশের মানুষের সেবা করবো।

কুমিল্লায় পুলিশ সুপার হিসেবে পদায়নের অনুভূতি জানিয়ে নাজির আহমেদ খান বলেন, ইতিহাস ঐতিহ্যর জেলা কুমিল্লা। এখানে পুলিশ সুপার হিসেবে কাজ করা চ্যালেঞ্জিং এবং সৌভাগ্যেরও। আমি বিশ্বাস করি কুমিল্লা জেলাবাসীকে নিয়ে কাজ করলে চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক বন্ধসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনবান্ধব পুলিশিং গড়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝