1. info@www.crimenews24.tv : Crime News 24 :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা!

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য থাকাকালে আ ক ম বাহাউদ্দিন বাহার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছে। এছাড়া ২৯টি ব্যাংক একাউন্টে প্রায় ২৫৮ কোটি টাকার লেনদেন করেছে।

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেছা ও মেয়ে কুমিল্লা সিটি সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সুচনার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

পৃথক পৃথক মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে আ ক ম বাহাউদ্দিন বাহার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছে। এছাড়া ২৯টি ব্যাংক একাউন্টে প্রায় ২৫৮ কোটি টাকার লেনদেন করেছে।
অন্যদিকে বাহার কন্যা কুমিল্লা সিটি সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সুচনার অবৈধ সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা। তার ১৬টি ব্যাংক একাউন্টে প্রায় ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে।

উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

অপরদিকে বাহারের স্ত্রী মেহেরুন্নেছার অবৈধ সম্পদের পরিমাণ ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করেছে দুদক। এ মামলায় স্বামী বাহাউদ্দিন বাহারকে সহযোগী আসামি করা হয়েছে।

একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারায় বাহাউদ্দিন বাহারের অপর দুই কন্যা আয়মান বাহার ও আজিজা বাহারের প্রায় ২ কোটি টাকার সম্পদের বিবরণী জারির সুপারিশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝