কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায় বিদ্যালয়ে যাওয়ার সময় মহাসড়কের দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব আল হাসান (১৩) চান্দিনা পৌরসভার বাগান বাড়ি এলাকার লুৎফর রহমান মাষ্টারের ছেলে। সে চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত সাকিব প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পায়ে হেটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় সড়কের পাশে পায়ে হেঁটে যাওয়ার পথে পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আহত স্কুল ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু ঘটে তার। ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়। তবে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পযর্ন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো বলে তিনি জানান।