1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

কুমিল্লা জেলার মিয়াবাজার হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।

কুমিল্লা জেলাধীন মিয়াবাজার হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম। এ সময় তিনি মিয়াবাজার হাইওয়ে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং ফোর্সের সার্বিক কল্যাণ, ছুটি, মহাসড়কের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, আমাদেরকে সৎভাবে এবং স্বাধীন ভাবে জনগণের সেবা করতে হবে। আমরা সম্মানের সাথে নিজ কর্মস্থলে থেকে কাজ করতে চাই। কাউকে অহেতুক হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। পুলিশকে জনগনের সাথে বন্ধু ভাবাপন্ন মন নিয়ে কাজ করতে হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে জনগনের চাহিদা মোতাবেক এবং তাদের সাথে মিলেমিশে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবার মান বৃদ্ধি এবং কাংখিত সেবা নিশ্চিত করতে হবে। কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কোন মানুষ অথবা কোন যানবাহন অন্যায় ভাবে আটক, মিথ্যা মামলা বা অহেতুক প্রসিকিউশন এবং চার্জশিট দেওয়ার ভয় দেখিয়ে হয়রানি করা যাবেনা। এ সময় তিনি আরও বলেন, যেই জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেয়া হয়, সেই জনগনের প্রতি ন্যায় বিচার করে তাদের আস্থাভাজন হতে হবে। আমরা জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অপরাধ মূলক কার্যকলাপ দূর করতে চাই। অপরাধীকে আইনের আওতায় এনে তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে, এক্ষেত্রে কোন নিরাপরাধ ব্যাক্তি যাতে হয়রানির শিকার না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে। সততার সাথে কাজ করলে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হবেনা। এ সময় অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম মিয়াবাজার হাইওয়ে থানাধীন গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহের ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এস এম লোকমান হোসাইন, অফিসার ইনচার্জ মিয়াবাজার হাইওয়ে থানা এবং মিয়াবাজার হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝