কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লার তিতাসে ত্রাণ সহায়তার লোভ দেখিয়ে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে। পরে স্থানীয়রা ছয় ধর্ষককে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশের হাতে সোপর্দ করেছে।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে জুমার নামাজের পর উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলী নুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ির সিএনজি বাবু (৪০), হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের আরিফ (৩০), দাসকান্দি চকের বাড়ির নুর মোহাম্মদ প্রকাশ চোক্কা (২৫) এবং একই গ্রামের বিদ্যুৎ মজুমদার (৩৫)।
ঘটনা সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজারে ত্রাণের সহায়তার কথা বলে ৩৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি এক নারীকে গণধর্ষণ করেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে ছয় ধর্ষকসহ তাকে উদ্ধার করে ধর্ষকদেরকে গাছের সঙ্গে বেধে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান স্থানীয়রা ছয় ধর্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।