1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে মাদক ব‍্যবসার অধিপত‍্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা দাউদকান্দি গৌরিপুর ওলানপাড়া এলাকায় মাদকের অধিপত‍্য বিস্তার নিয়ে মহিউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একদল সন্ত্রাসী।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মহিউদ্দিন (৩০) উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে।

ঘটনা সুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার গৌরীপুর ইউপির ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে। সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন কনুই নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেটে যাওয়া এক যুবকের ১১সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ নিয়ে ঘুড়াতে ঘুড়াতে হেটে যাচ্ছেন এক যুবক।

এলাকাবাসী জানান, উপজেলার গৌরীপুর ওলানপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল।

নিহত মহিউদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। জান্নাত নামে তাদের এক বছরের শিশু কন্যা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: শহিদুল্লাহ প্রধান এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর
রুমেল বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, প্রাথমিক ধারনা মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এহত্যার ঘটনা।
নিহত মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি ও ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝