এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা দাউদকান্দির হোসেনপুর এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ১০২ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব সদস্যরা।
বুধবার (৯ অক্টোবর) সকালে জেলার দাউদকান্দি উপজেলার হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামিরা হলো, মোঃ দেলোয়ার হোসেন (৩০) খাঁগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা গ্রামের মৃত. বাবুল মিয়ার ছেলে, মো: সুমন (৩৭) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আলমপুর গ্রামের মৃত জসীম এর ছেলে, মোঃ আব্দুল হালিম (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে, মোঃ জাহিদ হাসান রতন (৪৫) ঢাকা জেলার বংশাল আলু বাজার গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে এবং আব্দুর রব হাওলাদার (৭০) ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার বিন নারায়ণ গ্রামের মৃত. আব্দুল আজীজ হাওলাদারের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হোসেনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০২ কেজি গাজাঁসহ ৫ মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানায় যে, আটককৃত আসামিগণ পরস্পর যোগসাসেশ্যে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান ।