এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠ নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে ১২কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ৷
রবিবার (৮ডিসেম্বর) রাত আনুমানিক পৌনে দুইটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, মো: তমিজ (৪১) ঠাকুরগাঁও জেলা সদরের পহরপাড়া গ্রামের ধন মন্ডলের ছেলে ট্রাকের চালক মোঃ ও বাদল চন্দ্র শীল (৪১) একই জেলার রানীশংকৈল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত রাখাল চন্দ শীলের ছেলে৷
থানা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক পৌনে দুইটায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠ নামক স্থানে হাইওয়ে থানার এসআই(নিঃ) ফারুক ইসলামের নেতৃত্বে মোবাইল ডিউটিরত অবস্থায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে (যাহার রেজিঃনং-মাগুড়া-ট-১১-০০৩৯) গতিবিধি সন্দেহ হলে ট্রাক থামানো সংকেত দিলে চালক গাড়ীর গতি আরো বাড়িয়ে দেয়৷তাৎক্ষনিক হাইওয়ে পুলিশ ট্রাকের পিছু নিয়ে বিশ্বরোডের ডাম্পিং মাঠ নামক স্থানে ট্রাকটি আটক করে তল্লাশী করে ট্রাকের সিটের পিছনে কেবিন বক্স এর মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো প্যাকেটে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক মাদক ব্যবসায়ীকে আটক করে৷
ঘটনার সত্যতা নিশ্চিত কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, আটককৃত আসামীদের জিজ্ঞসাবাদে তারা জানায় আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে
জেলার সীমান্তবর্তী এলাকা কংশনগর হতে অজ্ঞাত নামা ব্যক্তির নিকট হতে স্বল্প মূল্যে গাঁজা গুলো ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের লক্ষে ঢাকা কেরানীগঞ্জ নিয়ে যাচ্ছিল৷
আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।