কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লা দেবিদ্বারের ভিংলাবাড়ি এলাকায় ফসলি জমির মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে দেবীদ্ধার থানা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিংলাবাড়ি মডেল মসজিদের পূর্ব পাশে বড় আলমপুর গ্রামের ফসলি জমির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার ভোরে ফজরের নামাজের সময় উপজেলার ভিংলাবাড়ি মসজিদের পূর্ব পাশে ফসলি জমির মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশের একদল পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত যুবকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দেবীদ্ধার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার রহস্য জানা যাবে। সিআইডির একটি টিম মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে বলে তিনি জানান।