এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বরুড়ার আগানগরের গহিনখালী গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় রিভলবারসহ খাজা খায়ের উদ্দিন নামে এক যুবক কে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের গহিনখালী গ্রাম থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
আটককৃত আসামি খাজা খায়ের উদ্দিন (৪৮) জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের গহিনখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মেজর নজিউর এর নেতৃত্বে ৫০ সেনা সদস্য ও বরুড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) সুমন সরকার পুলিশের একটি দল নিয়ে উপজেলার আগানগর ইউনিয়নের গহিনখালী গ্রামে খাজা খায়ের উদ্দিন এর বসত ঘর তল্লাশি করে খাটের নীচে হলুদ রংয়ের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় রিভলবার আরো ২ টি দেশীয় অস্ত্রসহ খাজা খায়ের উদ্দিন কে আটক করে বরুড়া থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত কুমিল্লা বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান , আটককৃত আসামির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।