কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লা বুড়িচং কালাকচুয়া এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে প্রাইভেটকার ভর্তি ২৪৭ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মনে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব সদস্যরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃত আসামি আব্দুল মান্নান (৫০) ভোলা জেলার দৌলতখান থানার মধ্যম জয়নগর গ্রামের মৃত রুস্তম আলী বেপারী এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৪৭ বোতল ফেনসিডিলসহ আব্দুল মান্নান নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।