ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ইকবাল হোসেন :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরের কল্পবাস এলাকায় পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে ইকরাম হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টায় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইকরাম হোসেন (১৭) উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ির মো: আবদুস সামাদের ছেলে।
এবিষয়ে নিহতের ভাই আবদুস সামাদ জানান, বৃহস্পতিবার সকালে ইকরাম বাড়ির পাশের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে বের হয়। আসতে দেরি হওয়ায় স্বজনেরা তাকে খুঁজতে বের হয়। পুকুরে গিয়ে তাঁরা ইকরামকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা মৌ মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে সালমা মৌ বলেন, হাসপাতালে আনার আগেই ইকরামের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়।
এবিষয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, এ বিষয়ে এখন পযর্ন্ত কেউ থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব্যাবস্থা নিবো বলে তিনি জানান।