কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাকিব নামে এক যুবকের মাথায় আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেবাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মো: রকিব (৩৫) উপজেলার সাহেবাবাদ মধ্যপাড়া গ্রামের আঃ বারেকের ছেলে।
এবিষয়ে নিহত রাকিবের চাচা জানান, সোমবার বিকেলে আমার ছেলে মনির এর শিশু সন্তান বাছির (৩) ও মামুনের শিশু সন্তান ইয়াসিন (৪) এর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার খবর শুনতে পেয়ে আমার ভাতিজা এবং মেয়ের জামাতা রাকিব রাত ৮ টায় বাড়িতে আসার সময় পথে মোঃ শাজাহান ও তার দুই ছেলে মামুন ও জসিম লাঠি দিয়ে মাথায় আঘাত করে। খবর পেয়ে আমরা রাকিবকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমেকে নেয়ার পর তার অবস্থা আরও অবনতি দেখে কুমেকের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর চারটায় রাকিব মারা যায়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, সোমবার রাতে সাহেবাবাদ গ্রামে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাকিব নামে এক যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে থানা একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের লোকজন ব্রাহ্মণপাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।