এ.কে.পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া সাজঘর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোসহ কামরুল হাসান নামে এক যুবককে আটক করেছে।
সোমবার (১৪ অক্টোবর) ভোর রাতে উপজেলা সদরের সাজঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি মো: কামরুল হাসান (৩২) কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলা সদরের সবুজ পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, পরকীয়ার সম্পর্কে কারণে সোমবার ভোর রাতে কামরুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের সাজঘর গ্রামের মুন্সিবাড়িতে যান। এসময় বাড়ির লোকজন কামরুল হাসানের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে। আটকের এক পর্যায়ে কামরুল হাসান তার কোমরে থাকা পিস্তল বের করে ভয় দেখিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এলাকার লোকজন সুকৌশলে তাকে অস্ত্রসহ আটক করে যোথবাহিনীকে খবর দেয়। এসময় যৌথ বাহিনীর একটি দল কামরুল হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসহ ব্রাক্ষনপাড়া থানায় হস্তান্তর করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান আটককৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের শেষে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।