এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা মুক্তদিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়ছার। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জামায়াত ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, জাতীয় পার্টি নেতা এয়ার আহমেদ সেলিম, আশির দশকের ছাত্র নেতা ড. শাহ মোঃ সেলিম, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ভিপি জসিম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, জামায়াত নেতা এমদাদুল হক মামুন, পরিবহন নেতা অধ্যক্ষ কবির আহমেদ ভূইয়া, ব্যবসায়ী নেতা আলহাজ¦ শাহ মোঃ আলমগীর খান, বদরুল হুদা জেনুসহ অন্যান্যরা।
সভায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো – ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসে বিকাল তিনটায় র্যালি। ১৪ ডিসেম্বও শহীদ বুদ্ধিজীবী দিবসে সন্ধ্যায় টাউন হল মাঠে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- টাউন হল মাঠে।
মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণি, এরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সার্কিট হাউজ রাঙ্গণে। এছাড়া বেলা ১১ টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।