এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সদর আমতলি এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
শনিবার (৭ ডিসেম্বর) জেলার সদর উপজেলার অমতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আসামি আরিফুল ইসলাম (২০) জেলার মুরাদনগর উপজেলার দিলালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস দল কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন জেলার সদর উপজেলার আমতলী এলাকার চট্টগ্রাম-টু-ঢাকাগামী মহাসড়কের রাস্তার উপর হতে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।