এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সদরের শাহাপুর এলাকায় বিজিবি-১০ এর শাহাপুর বিওপির বিশেষ একটি টহলদলের অভিযানে ২ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্টের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকা জেলার সদর উপজেলার বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল ভারত হতে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় ২০০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মনির হোসেন (৫০) কে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান সীমান্তে বিজিবি কর্তৃক আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেন।