এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা হোমনা উপজেলা সদরের একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে ফেলে মো: খোকন মিয়া নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত খোকন মিয়া (৩৫) হোমনা সদরের পশ্চিমপাড়া ফকির বাড়ির মৃত ইমান আলীর ছেলে।
বুধবার ( ৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে হোমনা সদর হাসপাতালের পশ্চিম পার্শ্বে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ভবনের মালিক ইতালি প্রবাসী মো. রব মিয়া গ্রাম কৃষ্ণপুর। সে প্রবাসে অবস্থান করায় ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
এবিষয়ে পাশের ভবনের নির্মাণ শ্রমিকরা জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি খোকন মাটিতে পড়ে আছে। পরে তাকে আমরা উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতাল নেয়ার পর সে মারা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সোরতহাল রিপোর্ট করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
এদিকে নিহতের ভাই মো. জসিম উদ্দিন বলেন, নিহত খোকনের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে মাথায় আঘাত করে ৬ তলা বিল্ডি এর ছাদ থেকে ফেলে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নিহত খোকন মাদকাসক্ত ছিল ও মাদক বিক্রতাদের সঙ্গে চলাফেরা করতো। খোকনসহ তার বন্ধুরা প্রায় সময় এ বিল্ডিং এর ছাদে আড্ডা করতো। এ ঘটনায় আলমগীর নামের এক যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে হোমনা হাসপাতাল থেকে নিহত খোকনের মরদেহ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদান্তে জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানাযাবে। কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।