কুষ্টিয়া জেলা প্রতিনিধি: মোঃ খালিদ বিন শওকত
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে অদ্য তাং ০২-০৯-২০২৪ ইং সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কমিটি গঠন করা হয়।
কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে, নির্বাহী পরিষদ ও আজীবন সদস্যদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন সাংগাঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, খলিলুর রহমান মঞ্জু, মহব্বত হোসেন, রেজাউল হক বাবর, পারভেজ মাজমাদার, অন্যান্য। সভায় ২০২২ সালে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, সভাপতি এ্যাড.আব্দুল জলিলের মৃত্যু, সাধারণ সম্পাদক খাদেমুল
অসুস্থ হয়ে ছুটিতে আছেন,নির্বাহী পরিষদের ২ জন সহ-সভাপতি সহ ৫ জন অসুস্থ। এমতাবস্থায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সভায় ব্যাপক আলাপ আলোচনার পর নিম্নলিখিত ২১ সদস্যের নির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। উপস্থিত সদস্য বৃন্দ তা সম্মতি প্রদান করেন,এই কমিটি ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত মেয়াদকাল থাকবে। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সাংবাদিক মুকুল খসরু (সাবেক সভাপতি )কুষ্টিয়া প্রেসক্লাব।
উপদেষ্টা এ্যাড.লিয়াকত আলী,
১.সভাপতি – বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম
২.সহ-সভাপতি – সৈয়দ শাহনেওয়াজ রুমী
৩.সহ-সভাপতি – অধ্যাপক শফিকুর রহমান
৪.সাধারণ সম্পাদক – মোঃ পারভেজ মাজমাদার
৫.যুগ্ন সম্পাদক – মোঃ আব্দুস সাত্তার
৬.যুগ্ম সম্পাদক – মোঃ মহব্বত হোসেন
৭.অর্থ সচিব – মোঃ মুকুল হোসেন
৮.সাংগঠনিক সম্পাদক – খন্দকার রেজাউল হক বাবর
৯. দপ্তর সম্পাদক – মোঃ মাহাতাব উদ্দিন বিশ্বাস
১০.প্রচার সম্পাদক – মোঃ মাহাতাব উদ্দিন আহমেদ
১১.সাংস্কৃতিক সম্পাদক – আবু বক্কর সিদ্দিকী রন্টু
১২.আন্তর্জাতিক সম্পাদক – আব্দুল মালেক রানা
১৩.নির্বাহী সদস্য – অধ্যাপক আহসানুল কবীর
১৪.নির্বাহী সদস্য – মোঃ আবু জাফর মোল্লা
১৫.নির্বাহী সদস্য – কাজল মাজমাদার
১৬.নির্বাহী সদস্য – মোঃ মিজানুর রহমান মির্জা
১৭.নির্বাহী সদস্য – মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম
১৮.নির্বাহী সদস্য – আতিয়ার মন্ডল
১৯.নির্বাহী সদস্য – মোঃ খলিলুর রহমান মজু
২০.নির্বাহী সদস্য – কাজী শফিকুর রহমান
২১.নির্বাহী সদস্য – মোঃ আবুল কাশেম
পরিশেষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় কমিটি গঠনের কার্যক্রম।