নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
বেনজির ইস্যুতে কোন ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
গতকাল মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে পুলিশ প্রধান জানান, তার সংস্থা বসে নেই, তারা কাজ করছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই তারা তদন্তে নামেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সাথে সাথে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর উপর পড়বে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মাসুদুর রহমান ভুঁঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল খালেক, রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর অন্যান্য সদস্যরা।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি।
০৩-০৭-২৪-ইং
নিরেন দাস,জয়পুরহাট
মোবাঃ ০১৯১৭-২১১১১২