1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

 

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর ১ম সেমিফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, এই পথ কবে শেষ হবে বিষয়টি ভেবে জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণ যেনো ফুটবল খেলার মাঠের মতো আনন্দ নিয়ে ভোট দিতে পারে। আজ আপনার আমার কথা শোনার জন্য জনগণ বসে নাই। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি কথা শুনতে চায়।

শনিবার (২৩ নভেম্বর) বিকালে লালমনিরহাটের বড়বাড়ীস্থ শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সংস্কার কম বোঝে বুঝে জিনিসপত্রের দাম। আজ মানুষ চিৎকার দিয়ে বলেন, মাদক মুক্ত দেশ চান, সন্ত্রাস মুক্ত দেশ চান। বড় বড় সংস্কার চান না। এই সংস্কার জনগণের জন্য না, এই সংস্কার তাদের জন্য যারা দেশ পরিচালনা করেন। তারা জেনো স্বার্থপর না হন।

তিনি আরও বলেন, খেলা খেলা হবে বলতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, তার আর এই নির্বাচনে টুর্ণামেন্ট খেলায় আস্তে পারবেন না।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।

খেলায় রংপুর বিভাগের ১০টি দল অংশ নিয়েছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝