1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

গভীর রাতে ডাকাতি,  অপহরণ- ২, 

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, রোহিঙ্গা দূর্বৃত্তের গুলি,  সড়ক অবরোধ 

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোছনী গ্রামে নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে স্থানীয়দের বসত বাড়িতে গভীর রাতে  ডাকাতির ঘটনা ঘটেছে।  এসময় দুইজনকে অপহরণ করেছে।

বুধবার (২১ আগস্ট) ভোর রাত ১ টারদিকে এঘটনা ঘটে। ঘটনাটি সকালে এলাকায় জানাজানি হলে তাদের উদ্ধারে জনতা একত্রিত হলে রোহিঙ্গা শিবির থেকে ইটপাটকেল ও গুলির চালিয়েছে দুর্বৃত্তরা।

এঘটনায় মোছনী এলাকা ও রোহিঙ্গা শিবিরে থমথমে অবস্থা বিরাজ করছে। 

জানাযায়, বুধবার ভোর রাতে টেকনাফের হ্নীলার মোছনী নোয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের অভ্যন্তরে বেক্কা মিয়ার পুত্র দুদু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।  এসময় বাডির কর্তা দুদু মিয়াসহ মহিলাদের এলোপাতাড়ি মারধর কর স্বর্ণালংকার ও নগট টাকা ছিনিয়ে নিয়ে তার দুই ছেলেকে অপহরণ করে নিয়ে যায়।  তারা হচ্ছে মোঃ তারেক (২২) ও মো. রাসেল (২০)। ঘটনাটি এলাকায় জানাজানি হলে তাদের উদ্ধারে জনতা একত্রিত হলে রোহিঙ্গা শিবির থেকে ইটপাটকেল ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছুঁড়াছুড়ির ঘটনা ঘটে। একপর্যায়ে রোহিঙ্গা দূর্বৃত্তরা এলাকাবাসীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় রোহিঙ্গা ক্যাম্পে থাকা এপিবিএন পুলিশও পাল্টা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। ইটের আঘাতে মোছনী গ্রামের শাহরিয়ার নাফিস জয় ও লোকমান হাকিম নামে দুইজন আহত হয়েছে। 

এদিকে সাড়ে ৫ লাখ টাকার মুক্তিপণে অপহৃত দুইজনকে সকাল ৭টারদিকে ছেড়ে দিয়েছে। তাদের অমানবিক শারিরীক নির্যাতন চালায়। পরে

তাদেরকে এনজিও পরিচালিত একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

এদিকে, অপহরণ ও রোহিঙ্গা দূর্বৃত্তরা এলাকাবাসীর উপর গুলি ছুঁড়ার ঘটনায় উত্তেজিত জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছে। সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান করছে শতশত জনতা। এই অবরোধ সকাল সাড়ে ৭ টা থেকে প্রায় সাড় চার ঘন্টা চলে। এসময় শত শত যাত্রীরা ভোগান্তির শিকার হয়। প্রায় সাড়ে চার ঘন্টা পর স্থানীয় মেম্বার মো. আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

মেম্বার মোহাম্মদ আলী বলেন, কিছু স্বশস্ত্র দূর্বৃত্ত রোহিঙ্গা স্থানীয় দুইজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে এবং শারিরীক নির্যাতন চালায়পস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

মেম্বার মোহাম্মদ আলী বলেন, কিছু স্বশস্ত্র দূর্বৃত্ত রোহিঙ্গা স্থানীয় দুইজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে এবং শারিরীক নির্যাতন চালায়। এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। তারা স্বসত্র রোহিঙ্গাদের আটকের দাবী ও এালাকায় নিরাপত্তার দাবী জানান।

মোছনী ক্যাম্পের ইনচার্জ হান্নান সরকার জানান, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি শান্ত রয়েছে।  নিরাপত্তার জন্য এপিবিএন পুলিশ ক্যাম্পে টহলে রয়েছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, অপহরণ ও সড়ক অবরোধ বিষয়ে অবগত হয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী কে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝