1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুরে কাগজপত্র বিহীন ট্রাকসহ সার উদ্ধার করেছে পুলিশ।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি,
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা এলাকা থেকে কাগজ পত্র বিহীন ট্রাকসহ ৪৬০ বস্তা সার উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ ।
জানা গেছে, রাতে বরিশাল থেকে ছেড়ে আসা ৪৬০ বস্তা (ডি.আর.পি.) সার ট্রাকে করে নং- চুয়াডাঙ্গা ট-১১-০৭৪১ আসছিল। দ্রæত গতিতে চলছিল ট্রাকটি পথে মধ্যে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকের হাট ব্রীজের উত্তর পাশে দাড়িয়ে থাকা পথচারীর শরীরে ট্রাকের চাকার কাদামাটি গিয়ে লাগে। স্থানীয়রা মটর সাইকেল যোগে সার ভর্তি ট্রাকের পিছু নিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা বাসষ্টান্ড গিয়ে ট্রাকটি আটকে দেয় । স্থানীয়রা ও ট্রাকে চালকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ীতে থাকা সারের কাগজ পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মুকসুদপুর থানার সিন্দিয়ার ঘাট নৌ তদন্ত কেন্দ্রের আই.সি রাকিবুল ইসলাম রাত ১ টার দিকে ঘটনা স্থলে আসে। ট্রাকের চালকের কাছে গাড়ীতে থাকা সারের কাগজ পত্র চাইলে দেখাতে না পারায় সারভর্তি ট্রাক সহ মুকসুদপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক আবু তালেব রিপন ও হেলপার সহজকে সারসহ ট্রাকটি পুলিশ অটক করেছে।
এ বিষয়ে সিন্দিয়ার ঘাট পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ৪৬০ বস্তা (ডি.আর.পি) সার নিয়ে একটি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিল,পথিমধ্যে জনতার খবর পেয়ে বরইতলা বাসষ্টান্ড গিয়ে ট্রাকটিতে থাকা সারের কাগজ পত্র চাইলে ট্রাকের চালক তা দেখাতে না পারায় সারভর্তি ট্রাকটি আটক করে পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে ।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল কালবেলাকে জানান, রাতে আমাদের সিন্দিয়ার ঘাট পুলিশ ফাঁড়ির আই সি রাকিবুল ইসলাম বরইতলা বাসষ্টানন্ড এলাকা থেকে কাগজ পত্র বিহীন একটি ট্রাক সারভর্তি আটক করে নিয়ে আসে। আমাদের ধারনা,সার গুলো কালো বাজারে বিক্রয় করার জন্য বরিশাল থেকে ফরিদপুর যাচ্ছিল । ট্রাকের চালক ,হেলপার ও সারসহ আটক করা হয়েছে । মামলার প্রস্থুুতি চলছে ।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো,মিজানুর রহমান কালবেলাকে বলেন, গোপালগঞ্জের পুলিশ সজাগ দিষ্টিতে রয়েছে। কোন অবৈধ কিছু পার পাওয়ার সুযোগ নেই ।
এ দিকে আবার রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা দিদার হত্যা মামলার আসামী :- মাদক ব্যাবসায়ী ও ৩১ মামলার আসামী মুত কুরা রনিকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝