1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনাক্রান্ত অজ্ঞাত পুরুষ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, পুলিশের হেফাজতে দাফন।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চর পাথালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে গত ০৬/০৮/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ৯টা পিকআপ গাড়ির সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। সড়ক দুর্ঘটনার মোটরসাইকেল আরোহী ও অজ্ঞাতনামা পথচারী পুরুষ (৬০) দুই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এর সদস্যদের মুঠোফোনে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়।পরবর্তীতে সড়ক দুর্ঘটনা আক্রান্ত মোটর সাইকেল আরোহি ও আক্রান্ত পথচারীকে এ্যাম্বুলেন্সে করে তাদেরকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ নিয়ে যায়।
পরে আরোহী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। দুর্ঘটনার শিকার অপর ব্যক্তি অজ্ঞাতনামা পুরুষ (৬০) চিকিৎসাধীন অবস্থায় ইং ২৩/০৮/২০২৪ তারিখ সকাল আনুমানিক ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন ।
হাসপাতাল কর্তৃপক্ষ ব্যপারটি গোপালগঞ্জ সদর থানায় জানালে এস,আই (নিঃ) মো. মোকাররম হোসেন লাশের সুরতহাল রিপোর্ট প্রেরণ করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। ময়না ময়নাতদন্ত শেষে মৃতদেহ গোপালগঞ্জ পৌরসভার মাধ্যমে সৎকারের ব্যবস্থা করেন। সদর থানার এসআই (নিঃ) মো. মোকাররম হোসেন এ বিষয়ে বাদী হয়ে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, গোপালগঞ্জ থানা, মামলা নং ২৪ তারিখ ২৬/০৮/২০২৪ ইং, ধারা- ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আইনের ৯৮/১০৫ রুজু করেন। পরবর্তীতে এই মামলার তদন্তভার এসআই(ওসি) মো. মারুফুল হককে দেওয়া হয়। উক্ত নাম পরিচয়হীন মৃত ব্যক্তির কোন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যদি কোন ব্যক্তি এই মৃত ব্যক্তির পরিচয় জানেন বা চিনতে পারেন তাহলে এস,আই (নিঃ) মোঃ মারুফুল হক, মোবাঃ ০১৭২৭-১২২৪২২ নাম্বারে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের রেকর্ড মোতিাবেক মৃত ব্যাক্তির বিবরনীতে পাওয়া যায়, তার গায়ের রং শ্যামলা, পরনে ছিণ জলপাই রঙের হাফ প্যান্ট, উচ্চতা আনুমানিক ৫ফুট ৬ইঞ্চি, মুখমণ্ডল লম্বা আকৃতির ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝