1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে চাঁদা না পেলে সরকারীভাবে লীজকৃত পুকুর দখলে নেওয়ার হুমকি।

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাবীকৃত দুই লাখ টাকা চাঁদা না পেলে সরকারীভাবে লীজকৃত পুকুর দখলে নেবে মর্মে হুমকির অভিযোগ উঠেছে।

গত শুক্রবার (১৩ ডিসেম্বর, ২০২৪) সকাল ১০টার দিকে উপজেলার শাখাহার ইউপির বরট্ট মৌজার ১নং খতিয়ানভুক্ত ৩ দশমিক ৪১ একর জলকর এর নলপুকুর পাড়ে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুকুরটির রক্ষণাবেক্ষণ ও মাছচাষী একই ইউপির দশলাল গ্রামের মৃত ছিফায়েত উল্লাহ্ প্রধানের ছেলে জোবাইর রহমান বাদী হয়ে বরট্ট (বিরাট), রাজস ও খুরশাল এলাকার রানা, মুঞ্জু, জহুরুল, ময়নুল, হাসান, আহসান হাবিব, মোর্শেদুল, নাজিরুল, সুমন, ওয়ায়েছ কুরনী, আজাদুল, রানা, ডিপটি, জুয়েলদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উল্লেখিত পুকুরটি রুপালী সমবায় সমিতি লি. (প্রভুরামপুর) সভাপতির নামে উপজেলা জলমহাল ইজারা কমিটির কাছ থেকে ১৪৩০-১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত লীজ গ্রহণ করে। আগামী চৈত্র মাসে এর মেয়াদ শেষ হবে। পুকুরটি সমিতি থেকে দূরে হওয়ায় দেখভালের দায়িত্ব দেওয়া হয় ভুক্তভোগীকে। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। ঘটনার দিন আবারও পুকুরপাড়ে উপস্থিত হয়ে তারা চাঁদা দাবি করায় তার প্রতিবাদ জানালে তারা ভুক্তভোগীকে নানা হুমকি প্রদান, উচ্ছেদসহ পুকুর পাড়ে ঘর তুলে পুকুরে চাষ করা মাছগুলো জোরপূর্বক ধরে নেওয়ার আস্ফালন দেখায়।

ভুক্তভোগী জানান, পুকুরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মাছ ছেড়ে তা রক্ষণা-বেক্ষণ করা হচ্ছে। অভিযুক্তরা পুকুর জবর দখলে নিয়ে পূর্ণ বয়স্ক মাছগুলো ধরে নিয়ে গেলে আমার ও সমিতির অপূরণীয় ক্ষতি হবে। আমি চাঁদাবাজদের হাত থেকে পুকুর ও মাছগুলো রক্ষায় আইনি সহায়তা চেয়েছি।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বললে তারা অভিযোগগুলো অস্বীকার করেন।

লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝