মো: রবিউল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে চালককে মারপিট করে বেঁধে রেখে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান জানান, গত ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে ইজিবাইক চালক ইয়াসিন আলী তার ইজিবাইকটি নিয়ে সাপমারা ইউনিয়নের কাটামোড় দিয়ে যাওয়ার পথে যাত্রীবেশী ছিনতাইকারীরা ইয়াসিন আলীর ইজিবাইকটি রাজা বিরাট যাওয়ার উদ্দেশ্যে ১০০ টাকার বিনিময়ে ভাড়া নেয়। যাত্রাপথে পন্ডিতপুর নামক স্থানে জুয়েলের বাড়ির সামনে পাকা রাস্তায় ইজিবাইক পৌঁছা মাত্র ছিনতাইকারী রাজাহার ইউনিয়নের বেউর গ্রামের শ্রীনাথ রবিদাসের ছেলে শ্রী রিপন চন্দ্র দাস (২১), চাপড়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াকুব আলী (২২), পারইল গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে মানিক মন্ডল (১৯) এবং পলাতক আসামি শাহিন ইজিবাইক চালক ইয়াসিনের মুখ গামছা দিয়ে বেঁধে, রশি দিয়া হাত-পা বেঁধে মারপিট করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে চলে যায়। পরে পথচারীসহ আশপাশের লোকজন ঘটনাটি বুঝতে পেরে ইজিবাইকসহ ছিনতাইকারীদের আটক করে। এসময় ফোনে পুলিশকে ছিনতাইয়ের বিষয়ে জানালে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের একটি পুলিশ টিম এসে ইজিবাইক এবং ভিকটিমকে উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান জানান, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকটি পুলিশের হেফাজতে নিয়ে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।