মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মত বিনিময় সভা” এবং ভিডিও প্রদর্শনী সেমিনার অনুষ্ঠিত হয়।
১০ নং সিধলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে গত ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ
বুধবার সিধলা ইউনিয়ন পরিষদ ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ১০ নং সিধলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জনাব সুজন মিয়া, সিধলা ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য শিউলী তালুকদার, মোছাঃ মাজেদা খাতুন, নার্গিস বেগম, ইউপি সদস্য মোঃ মঞ্জুরুল হক, মোঃ মিজানুর রহমান, মোঃ দুদু মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ আব্দুল ছোবান, মোঃ বাদশা মিয়া, মোঃ সুরুজ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প পযার্য় ০৩ ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহয়তা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর ইসলাম তার বক্তব্যে গ্রাম আদালতের ধারণাগুলো সুস্পষ্ট ভাবে তুলে ধরে সচেতনা মূলক দিক নির্দেশনা দেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা । সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।”
আলোচনা শেষে গ্রাম আদালতের বিষয়ে সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী করা হয়। উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর ইসলাম গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।