মোঃ সানি জোবাইর রনি
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র সহ ৫ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটা চৌকস টীম মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে একটি দেশীয় তৈরি অস্ত্র সহ মোটরসাইকেল চোরাই চক্রের মূল হোতা সহ ৫ জন আসামি . চকরিয়া পৌরসভাস্থ কাচা বাজার সংলগ্ন হোটেল আল ফরিদের ৪ তলার দক্ষিণ দিকের ১১ নং কক্ষে পৌঁছিলে উক্ত রুমে অস্ত্রসহ কামরুল ইসলাম ছোটন (১৯), পিতা- জসিম উদ্দিন, মাতা- কামরুন্নাহার, সাং- বিনামারা, মগবাজার, ০৭ নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা। মাহমুদুল করিম(২৮), পিতা-নুরুল কবির, মাতা-ফাতেমা বেগম, সাং-রিংভং, ০১ নং ওয়ার্ড, মালুমঘাট, ডুলাহাজারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার ,তায়েবুল ইসলাম(২২), পিতা-গিয়াসউদ্দীন, মাতা-রকিমা বেগম, সাং- বিনামারা, মগবাজার, ০৭ নং ওয়ার্ড, হাশেম মাস্টার পাড়া, চকরিয়া পৌরসভা, জেলা-কক্সবাজার ,আরফাতুল ইসলাম(২২), পিতা- আবুল কালাম, মাতা- শারমিন আক্তার, সাং-পালাকাটা, কাশেম মাস্টার পাড়া, ০৭ নং ওয়ার্ড, থানা-চকরিয়া জেলা-কক্সবাজার .মিনহাজুর রহমান নয়ন(২৯), পিতা-রাজীবুল হক, মাতা-পারভীন আক্তার, সাং-চেয়ারম্যান পাড়া, ০৮ নং ওয়ার্ড, থানা-চকরিয়া জেলা-কক্সবাজারদের আটক করিয়া করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন অস্ত্র উদ্ধার ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।