মোহাম্মদ আইয়ুব আলী, ব্যুরো চীপ, চট্টগ্রাম।
চট্টগ্রামের বৃহত্তর পাইকারি রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। তিন জনের মধ্যে ২ জনের বাড়ি সাতকানিয়া মির্জারখীল বাংলাবাজার, অন্যজন লোহাগাড়ার বাসিন্দা। শুক্রবার (২৮ জুন) ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নেতা মোজাম্মেল হক। তিনি বলেন, আগুন লাগার পর ঘুমন্ত কয়েকজন কর্মচারী মার্কেটের বিভিন্ন দোকানে আটকা পড়েন। তাদের মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, আট তলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি ছয় তলা আবাসিক ছিলো। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন পার্শ্ববর্তী রেজোয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজারসহ মোট ৪টি স্টেশনের ৮টি ইউনিট কাজ করে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।